ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

শ্রমবাজার সংকটে জাপান, বাংলাদেশি জনশক্তি রূপ নিচ্ছে নতুন সম্ভাবনায়

২০২৫ নভেম্বর ০৭ ১৭:০৭:৫৯

শ্রমবাজার সংকটে জাপান, বাংলাদেশি জনশক্তি রূপ নিচ্ছে নতুন সম্ভাবনায়

নিজস্ব প্রতিবেদক :২০৪০ সালের মধ্যে জাপানের প্রায় এক কোটি দশ লাখ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বাংলাদেশ এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে জাপানের শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে চুক্তিবদ্ধ হয়েছে দুই দেশ।

এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে, বাংলাদেশ দূতাবাস ও Japan International Training Cooperation Organization (JITCO) যৌথ উদ্যোগে জাপানের নাগোয়া শহরে এক সেমিনার ও ম্যাচিং ইভেন্ট আয়োজন করেছে। এতে বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও জাপানি নিয়োগকারী সংস্থাসহ প্রায় দুইশোাধিক প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশে ইতোমধ্যে ৩৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্ধারণ করা হয়েছে, যেগুলো জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে কাজ করবে। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি ‘জাপান সেল’ গঠন করা হচ্ছে, যা জাপানি শ্রমবাজারের সহায়তা ও যোগাযোগে কেন্দ্রীয় ভ‚মিকা পালন করবে।

দুই দেশ বুঝেছে—বাংলাদেশে এখন নাগরিকরূপে কর্মক্ষম জনসংখ্যার উদ্বর্জিত সম্ভাবনা আছে, আর জাপানে রয়েছে জনশক্তির ঘাটতি। এই মিলনবিন্দুই দুই দেশের জন্য ‘উইন–উইন’ সমাধানের সম্ভাবনা তৈরি করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত