ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে বাবলা হত্যা ও গোলাগুলির ঘটনায় গ্রেফতার ছয়জন

২০২৫ নভেম্বর ০৭ ১৫:৫০:২৬

চট্টগ্রামে বাবলা হত্যা ও গোলাগুলির ঘটনায় গ্রেফতার ছয়জন

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় আলোচিত সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে চট্টগ্রামের চালিতাতলী ও রাউজানে সংঘটিত গোলাগুলির ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বাবলা হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুইজন হলেন মো. আলাউদ্দিন ও মো. হেলাল। মামলাটি দায়ের হওয়ার পরপরই র‌্যাব-৭ অভিযান শুরু করে।

এ ছাড়া রাউজানে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিকেও গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাবলা হত্যা মামলায় দুইজনকে এবং চালিতাতলী ও রাউজানের গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সন্ত্রাসীরা গুলি করে সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যা করে। একই দিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরদিন বৃহস্পতিবার নগরীর চালিতাতলী এলাকায় এক অটোরিকশাচালককেও গুলি করা হয়।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত