ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
ডাকসু ভোটের খরচের তথ্য প্রকাশ, বাজেটের হিসাব দেখুন
নিজস্ব প্রতিবেদক :গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা অধিকাংশ পদে জয়ী হয়েছেন। এবারের নির্বাচনের মোট খরচ দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার টাকা, যা ২০১৯ সালের নির্বাচনের খরচের প্রায় সাড়ে তিনগুণ। ২০১৯ সালের নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় ৩১ লাখ ৯১ হাজার টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর থেকে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ৪১টি খাতে অর্থ ব্যয় করা হয়েছে। এর মধ্যে ব্যালট পেপার মুদ্রণ ও স্ক্যানিং করে ফলাফল তৈরিতে সবচেয়ে বেশি, ২৩ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সভার জন্য ব্যয় হয়েছে ৬ লাখ ৭২ হাজার টাকা, আর নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত চিফ রিটার্নিংসহ অন্যান্য খাতে খরচ হয়েছে ৬ লাখ ১৪ হাজার টাকা। এছাড়া ১৮টি হলের ৩৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ভোট গ্রহণের দিনে দায়িত্বপ্রাপ্ত ২৬৬ কর্মকর্তার জন্য খরচ হয়েছে ১১ লাখ ৫৪ হাজার টাকা।
ব্যালট বক্স কেনা ও মেরামতের জন্য খরচ হয়েছে প্রায় ৭ লাখ ২৫ হাজার টাকা। উপাচার্য ও প্রক্টর দপ্তরের সভা ও আপ্যায়নে ব্যয় হয়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা। নির্বাচনের সিসি ক্যামেরা ভাড়া ও হার্ডডিস্ক কিনতেও খরচ হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার টাকা।
২০১৯ সালের নির্বাচনে ব্যালট পেপার ডিজাইন, সরবরাহ ও স্ক্যানিংয়ে খরচ হয়েছিল ১২ লাখ ৮২ হাজার টাকা। রিটার্নিং কর্মকর্তাদের সভায় ব্যয় হয়েছিল ২ লাখ টাকা এবং উপাচার্য ও প্রক্টর অফিসের সভায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা খরচ হয়েছিল।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, “এখানে যে ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে, সেখানে অনেক খাত অন্তর্ভুক্ত আছে। তাই মোট খরচ কত হয়েছে, এ বিষয়ে এখন মন্তব্য করতে পারব না। আমাকে আগে সব হিসাব দেখতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর ৬০ টাকা করে নেওয়া হয়। হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পাঁচ বছরে এর মাধ্যমে প্রাপ্ত অর্থ হয়েছে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা, যার প্রায় ৯২.৫ শতাংশই এবারের নির্বাচনের জন্য ব্যয় হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি শেষ, দেখুন ফলাফল