ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

জার্মানিতে কোন বিষয়ে পড়লে মিলবে সেরা চাকরি

২০২৫ নভেম্বর ০৭ ১২:৪২:৪৩

জার্মানিতে কোন বিষয়ে পড়লে মিলবে সেরা চাকরি

নিজস্ব প্রতিবেদক :সঠিক বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন শিক্ষার্থীদের ভবিষ্যতে একটি স্থিতিশীল এবং আকর্ষণীয় পেশাগত জীবনের ভিত্তি গড়ে দেয়। জার্মানিতে পড়াশোনার মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা ও চাকরির সুযোগ অর্জন করা সম্ভব।

প্রকৌশলবিদ্যা (ইঞ্জিনিয়ারিং)প্রযুক্তি ও উদ্ভাবনের দেশ জার্মানি প্রকৌশল শিক্ষায় বিশ্বজুড়ে সমাদৃত। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর মতো শাখায় পড়াশোনা করে বোশ, সিমেন্স, বিএমডব্লিউ, ভক্সওয়াগনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে।

শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হলো টিইউ মিউনিখ, আরডব্লিউটিএইচ আখেন ইউনিভার্সিটি, কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি। পরিবেশ প্রকৌশলীর গড় বেতন ৪৪ হাজার ইউরো এবং অটোমোটিভ ইঞ্জিনিয়ারের ৫৭ হাজার ইউরো।

কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিডিজিটাল রূপান্তর, সফটওয়্যার উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এই খাতে বিশেষজ্ঞদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হলো টিইউ মিউনিখ, টিইউ বার্লিন, আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়, কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব মিউনিখ। এখানে গড় বেতন ৫৫ হাজার ইউরো।

ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনাযারা ব্যবসা ও ব্যবস্থাপনায় আগ্রহী, তাদের জন্য জার্মানির প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানের। শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং প্রকল্পের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে। মানহাইম বিশ্ববিদ্যালয় এবং ফ্রাংকফুর্ট স্কুল অব ফাইন্যান্স শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। অভিজ্ঞতা অনুযায়ী গড় বেতন ৫৫ হাজার ইউরো।স্থাপত্যবিদ্যা

নতুন অবকাঠামো, আধুনিক স্থাপত্য ও ঐতিহ্য সংরক্ষণে স্থাপত্যবিদ্যার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সৃজনশীল ও চিন্তাশীল শিক্ষার্থীদের জন্য ভাইমার বিশ্ববিদ্যালয়, ব্রান্ডেনবার্গ বিশ্ববিদ্যালয় এবং উপারটাল বিশ্ববিদ্যালয় ভালো বিকল্প। এখানে গড় বেতন ৩৯ হাজার ইউরো।

চিকিৎসাশাস্ত্র, স্বাস্থ্যসেবা ও মনোবিজ্ঞানচিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মনোরোগ বিশেষজ্ঞের চাহিদা ক্রমশ বেড়েছে। তবে এ খাতে সফল হতে হলে জার্মান ভাষায় দক্ষতা প্রয়োজন। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, চ্যারিটি-ইউনিভার্সিট্যাটসমেডিজিন বার্লিন, লিউবেক বিশ্ববিদ্যালয় এবং মনোবিজ্ঞানের জন্য এলএমইউ মিউনিখ, হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, বার্লিন মানহাইম বিশ্ববিদ্যালয় শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। স্বাস্থ্যসেবা ও করপোরেট সেক্টরে অভিজ্ঞতা অনুযায়ী বেতন তুলনামূলক বেশি।

জার্মানিতে প্রায় ৪০০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বিশ্বমানের জীবনযাত্রা, সংস্কৃতি এবং সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের আকৃষ্ট করে। সঠিক বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দিতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত