ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৫ নভেম্বর ০৫ ০৮:৫৫:১৮

বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বুধবার সকাল থেকে দিনভর বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, লাইন ও ট্রান্সফরমার মেরামতসহ রক্ষণাবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ গাছপালা কাটার কাজের কারণে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রায় ৯ ঘণ্টার এই লোডশেডিংয়ের বিষয়টি মঙ্গলবার বিকেলে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে সব ধরনের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে লাইনকে চালু অবস্থায় ধরেই চলার অনুরোধ করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি অসতর্ক হয়ে দুর্ঘটনায় না পড়েন। কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও উল্লেখ করা হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত