ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ডিএসসিসির নতুন প্রশাসকের দায়িত্বে মো. মাহমুদুল হাসান

২০২৫ নভেম্বর ০৩ ১৩:৩১:১৬

ডিএসসিসির নতুন প্রশাসকের দায়িত্বে মো. মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মো. মাহমুদুল হাসান নিয়োগ পেয়েছেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএসসিসির প্রশাসক পদে নিযুক্ত হয়েছেন।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাহমুদুল হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী তিনি যথাযথ দায়িত্ব ভাতা পাবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত