ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

মগবাজার রেল ক্রসিংয়ের বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ ডিএমপির

২০২৫ নভেম্বর ০৩ ১২:০০:০৩

মগবাজার রেল ক্রসিংয়ের বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কারণে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। সংলগ্ন সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথ অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেরামতের কাজ চলাকালীন সময়ে সংলগ্ন সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হতে পারে। তাই নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত