ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান চায় এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারকে অনুরোধ জানিয়েছে, নির্বাচনে জোটবদ্ধ হতে চাইলে সংশ্লিষ্ট দলগুলোকে একটি নতুন রাজনৈতিক সত্তা হিসেবে নিবন্ধন করার সুযোগ দিতে হবে। এই বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই সমর্থন জানিয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বরাবর লেখা চিঠি সোমবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আইন সংশোধন, গণপ্রতিনিধিত্ব আদেশ ও ১৯৭২ সালের ২০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে এক পক্ষের আশ্বাস দেয়া অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ও জনআস্থা নষ্ট করতে পারে।
এনসিপি সদস্যসচিব আখতার হোসেন বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা। কিন্তু অন্য দলের প্রতীকে নির্বাচন করলে দলগুলো এই দায়বদ্ধতা এড়িয়ে যায় এবং ভোটারের অধিকার ও স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, বড় দলগুলো নিজের স্বার্থে ছোট দলগুলোকে প্রোক্সি হিসেবে ব্যবহার করে, যা কৃত্রিম বহুদলীয়তা তৈরি করে এবং জাতীয় ঐকমত্য ও নির্বাচনের পরবর্তী নীতিনির্ধারণ প্রক্রিয়াকে বিকৃত করে।
আখতার হোসেন নিশ্চিত করেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের সঙ্গে একমত যে, ২০ অনুচ্ছেদ সংশোধন করে স্পষ্টভাবে বলা প্রয়োজন যে কোনো নিবন্ধিত দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। এছাড়া যৌথ জোটের প্রার্থী হলে সংশ্লিষ্ট দলগুলোকে আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক সত্তা হিসেবে নিবন্ধন করতে হবে।
চিঠিতে বলা হয়েছে, এই পদক্ষেপ রাজনৈতিক বহুত্ববাদকে সংকুচিত করবে না, বরং প্রকৃত গণতান্ত্রিক বহুত্ববাদকে শক্তিশালী করবে। কারণ এতে প্রতিটি দলকে নিজের নাম, নীতি ও নেতৃত্বের দায় নিজেকেই নিতে হবে এবং ভোটার-দায়বদ্ধতা নিশ্চিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে