ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ধানের শীষ জিতলে বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র: তারেক রহমান

২০২৫ নভেম্বর ০৩ ০০:১২:১৯

ধানের শীষ জিতলে বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় চূড়ান্ত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। একই অনুষ্ঠানে তিনি প্রবাসে বিএনপি নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ দেওয়ার অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন।

তারেক রহমান বলেন, "শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব। দল যাকে যে আসনে মনোনয়ন দেবে বা দেয়, তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।" তিনি নেতাকর্মীদের নিজেদের মধ্যে রেশারেশি ও বিবাদ পরিহার করে প্রতিপক্ষকে সুযোগ না দেওয়ারও নির্দেশ দেন।

তিনি আরও বলেন, "ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন। বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র।" নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয়, দেশ এবং জনগণের জন্য মাদার অব ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয়, আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না।"

তারেক রহমান জানান, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করবে। এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি শরিক দলগুলোর প্রার্থীদেরও বিএনপি সমর্থন দেবে বলে জানান।

তারেক রহমান অভিযোগ করেন, "শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।" তিনি বিশ্বাস করেন, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইবার যুদ্ধের গুরুত্ব তুলে ধরে নেতাকর্মীদের আইটি প্রজেক্টের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত