ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ড. ইউনূসকেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে: হাসনাত

২০২৫ নভেম্বর ০২ ১৭:৩৬:০৬

ড. ইউনূসকেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদ নিয়ে গণভোটের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে এর আনুষ্ঠানিক আদেশও জারি করতে হবে, আর সেই আদেশ অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই হতে হবে।

রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা লক্ষ্য করছি, একটি পক্ষ চাইছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদের আদেশ দেবেন। কিন্তু চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, তাহলে সেটি জুলাই শহীদ পরিবার ও আহতযোদ্ধাদের জন্য আত্মহননের মতো অপমানজনক হবে। তারা জানলে সবাই আত্মহত্যা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, ইতিহাসের এক নির্মম সত্য হচ্ছে আজ কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের প্রতীক হিসেবে পরিচিত ব্যক্তির কাছ থেকে বায়াত নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। এটি শুধু পরিহাস নয়, জাতির জন্য গভীর দুঃখজনক। চুপ্পুর হাত থেকে বায়াত নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জুলাই ঘোষণাপত্রের বৈধতা একমাত্র গণঅভ্যুত্থানের। যেহেতু ড. মুহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তাই এই আদেশ তাঁকেই দিতে হবে অধ্যাদেশ বা প্রজ্ঞাপনের মাধ্যমে নয়, বরং সরাসরি আদেশ আকারে, বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে হতে হবে। যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারাই এই সরকারের সঙ্গে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করাতে চায়। তাঁর মতে, সরকারের যেমন নির্বাচনের ম্যান্ডেট আছে, তেমনি জুলাই সনদেরও ম্যান্ডেট রয়েছে। পাশাপাশি সংস্কার কার্যক্রমের ম্যান্ডেটও এই সরকারের ওপর ন্যস্ত। তাই সংস্কার প্রক্রিয়া শেষ করেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এনসিপি যে অবস্থান নেবে, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল সেই অবস্থানেই এসে দাঁড়াবে।

আগামী নির্বাচনে সম্ভাব্য জোট নিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে জোট হবে শুধুমাত্র তাদেরই, যারা সংস্কারের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। ২৪-এর আকাঙ্ক্ষা ও দেড় দশকের সংগ্রামের ফল যে ক্ষোভের বহিঃপ্রকাশ, রাষ্ট্র ও সাংবিধানিক কাঠামোর দুর্বলতা কাটিয়ে ওঠার যে প্রত্যয় তাদের সঙ্গেই আমরা ঐক্যবদ্ধ হবো।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা–গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, যুগ্ম মুখ্য সমন্বয়ক মেসবাহ কামাল, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ও আবু সাঈদ মুসা।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা দলীয় সংগঠন আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত