ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা স্থগিত ইস্যুতে গণমাধ্যমের কাছে স্পষ্টতা প্রত‍্যাশা সরকারের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জানুয়ারি ২৬ ১৮:১৫:৩১
যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা স্থগিত ইস্যুতে গণমাধ্যমের কাছে স্পষ্টতা প্রত‍্যাশা সরকারের

ডুয়া ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশে অর্থ সহায়তা স্থগিত সংক্রান্ত সংবাদ প্রতিবেদন প্রকাশে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে-এমন সতর্কবার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমগুলোর কাছে আরও সুস্পষ্ট তথ্যের প্রত্যাশা করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে সব দেশের জন্য মার্কিন অর্থ সহায়তার পর্যালোচনা করার উদ্দেশ্যে ৯০ দিনের জন্য এই সহায়তা স্থগিত করেছেন। তবে কিছু গণমাধ্যম বাংলাদেশ শব্দটি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। যা জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।

এজন্য সরকার সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভ্রান্তি প্রতিরোধে গণমাধ্যমগুলোর কাছ থেকে আরও স্পষ্টতা আশা করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত