ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
.jpg)
ডুয়া ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি এবং জানুয়ারির মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে।” তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন, “যদি কোথাও দুর্নীতি দেখতে পান তবে সঙ্গে সঙ্গেই সে তথ্য শেয়ার করুন। আমাদের দুর্নীতির প্রমাণ পেলেই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিতে চাই।”
আজ রোববার চট্টগ্রামের সার্কিট হাউসে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম যৌথভাবে এই সভার আয়োজন করে।
অধ্যাপক পোদ্দার আরো বলেন, "স্বাধীনতার পর আমাদের দেশে সঠিক শিক্ষানীতি প্রণয়ন করা হয়নি এবং পূর্ববর্তী নীতিগুলোর কার্যকারিতা চরমভাবে হতাশাজনক। আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে।” তিনি মনে করেন যে, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
তিনি এসময় উল্লেখ করেন, প্রত্যেক অঞ্চল এবং সম্প্রদায়ের সমস্যা ভিন্ন। তাই শিক্ষানীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানটিতে অনান্য বক্তারা হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।
সভা শেষে উপদেষ্টা চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া উপদেষ্টা সকালে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ