ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

কৃষি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০২৫ নভেম্বর ০১ ১৯:২৫:৫৫

কৃষি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ডুয়া ডেস্ক: চাকরিপ্রত্যাশীদের জন্য এলো বছরের সবচেয়ে বড় নিয়োগের সুযোগ। বাংলাদেশ ব্যাংকের অধীনে ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে মোট ১,৮৮০ জন নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ থাকছে বাংলাদেশ কৃষি ব্যাংকে, যেখানে নিয়োগ হবে ১,২৮৯ জনের। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ কৃষি ব্যাংক

পদের নাম : অফিসার (সাধারণ)

পদসংখ্যা : ১ হাজার ২৮৯ জন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান ও তদূর্ধ্ব পরীক্ষার অন্তত একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন-ভাতা : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (সরকারি স্কেল অনুযায়ী) ও অন্যান্য সুবিধা প্রযোজ্য।

বয়সসীমা : ২১ থেকে ৩২ বছর।

আবেদন ফি : ২০০ টাকা (আবেদনের পর ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে)।

চাকরির ধরন : সরকারি, প্রার্থীর ধরন : নারী-পুরুষ উভয়ই, কর্মস্থল : সারা দেশব্যাপী।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেনএখানে ক্লিক করে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত