ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: একাদশে পরিবর্তন টাইগারদের, বাদ পড়লেন যারা

২০২৫ অক্টোবর ৩১ ১৭:৩৫:১৭

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: একাদশে পরিবর্তন টাইগারদের, বাদ পড়লেন যারা

সরকার ফারাবী: দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যর্থতা যেন এক অনন্ত রোগে পরিণত হয়েছে। বোলাররা বারবার লড়াইয়ের ভিত তৈরি করলেও, টপ ও মিডল অর্ডারের রানের গ্রাফ নিচের দিকেই ঝুঁকে থাকে। ফরম্যাট যাই হোক টি–টোয়েন্টি হোক বা ওয়ানডে ব্যাটিং সমস্যার গল্প একই রকম।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ এখন অতীত। কারণ, চলমান টি–টোয়েন্টি সিরিজে সেই পুরোনো ব্যর্থতাই ফের মাথাচাড়া দিয়েছে। চট্টগ্রামের উইকেট মিরপুরের ‘কালো উইকেট’ নয়, তবুও রান পাচ্ছেন না ব্যাটাররা। সিরিজে ইতোমধ্যেই ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি (শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু) দলের জন্য হয়ে উঠেছে সম্মান রক্ষার লড়াই।

একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত

ব্যাটিং ব্যর্থতার দায়ে এবার একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। টিম ম্যানেজমেন্ট নতুন কম্বিনেশন খুঁজছে বিশেষ করে টপ অর্ডারে।

গত ম্যাচে সুযোগ পাওয়া জাকের আলি অনিক ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। একইভাবে শামীম পাটোয়ারীরও বাদ পড়ার সম্ভাবনা প্রবল, কারণ তিনিও রান খরা কাটাতে পারেননি।

তাওহীদ হৃদয়ের পারফরম্যান্স নিয়েও অসন্তোষ আছে, ফলে তার পরিবর্তে নতুন মুখ দেখা যেতে পারে একাদশে।

অন্যদিকে, বোলিং আক্রমণেও একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে কৌশলগত কারণে, আর তার পরিবর্তে দলে ফিরতে পারেন শরিফুল ইসলাম।

অভিজ্ঞতা বনাম তারুণ্য: নতুন ভারসাম্য খুঁজছে বাংলাদেশ

দলে যারা ফিরছেন, তাদের ওপরেই এখন নির্ভর করছে টাইগারদের সম্মান রক্ষার আশা। শামীমের স্থানে ফেরার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক–ব্যাটার নুরুল হাসান সোহানের। তার ফিনিশিং ক্ষমতা ও নেতৃত্বগুণ কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।

এছাড়া জাকের আলির পরিবর্তে দেখা যেতে পারে অফ–স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে, যিনি ব্যাট ও বল দুই দিকেই দলকে ভারসাম্য দেন।

তাওহীদ হৃদয় যদি বাদ পড়েন, তাহলে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন।

শেষ ভরসা: অন্তত একটি জয়

সিরিজ ইতোমধ্যেই হারিয়েছে বাংলাদেশ। এখন লিটন দাসের দলের একমাত্র লক্ষ্য চট্টগ্রামে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়ার মাধ্যমে হোয়াইটওয়াশ এড়ানো। এই ম্যাচেই দেখা যাবে, দলে আসা পরিবর্তনগুলো কি নতুন আলো ছড়াতে পারে, নাকি ব্যর্থতার ধারাবাহিকতাই চলবে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

খেলাটি লাইভ দেখতেএখানেক্লিককরুন।

ট্যাগ: লিটন দাস liton das bangladesh cricket তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট taskin ahmed shoriful islam tanzid hasan পারভেজ হোসেন ইমন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ BAN vs WI ban vs wi series 2025 Bangladesh vs West Indies ক্রিকেট লাইভ আপডেট BAN vs WI Live Score Bangladesh cricket news Litton Das বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ টি২০ সিরিজ ২০২৫ বাংলাদেশ ক্রিকেট খবর বাংলাদেশ ক্রিকেট নিউজ শরিফুল ইসলাম বাংলাদেশ টি২০ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ নুরুল হাসান সোহান শেখ মেহেদী হাসান চট্টগ্রাম ক্রিকেট ম্যাচ হোয়াইটওয়াশ এড়ানো BAN vs WI 3rd T20 Nurul Hasan Sohan Sheikh Mehedi Hasan Parvez Hossain Emon Bangladesh T20 Team Chattogram Cricket Stadium Bangladesh Match Preview বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি২০ সম্ভাব্য একাদশ হোয়াইটওয়াশ এড়ানোর একাদশ BAN vs WI 3rd T20 Probable XI জাকের আলি বাদ Nurul Hasan Sohan একাদশে সোহান টি২০ একাদশ তাওহীদ হৃদয় বাদ Taskin Ahmed বিশ্রাম শরিফুল ইসলাম একাদশে BAN vs WI Today Match Squad bangladesh national cricket team vs west indies cricket team match scorecard

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ