ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: একাদশে পরিবর্তন টাইগারদের, বাদ পড়লেন যারা
 
                                    সরকার ফারাবী: দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যর্থতা যেন এক অনন্ত রোগে পরিণত হয়েছে। বোলাররা বারবার লড়াইয়ের ভিত তৈরি করলেও, টপ ও মিডল অর্ডারের রানের গ্রাফ নিচের দিকেই ঝুঁকে থাকে। ফরম্যাট যাই হোক টি–টোয়েন্টি হোক বা ওয়ানডে ব্যাটিং সমস্যার গল্প একই রকম।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ এখন অতীত। কারণ, চলমান টি–টোয়েন্টি সিরিজে সেই পুরোনো ব্যর্থতাই ফের মাথাচাড়া দিয়েছে। চট্টগ্রামের উইকেট মিরপুরের ‘কালো উইকেট’ নয়, তবুও রান পাচ্ছেন না ব্যাটাররা। সিরিজে ইতোমধ্যেই ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি (শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু) দলের জন্য হয়ে উঠেছে সম্মান রক্ষার লড়াই।
একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত
ব্যাটিং ব্যর্থতার দায়ে এবার একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। টিম ম্যানেজমেন্ট নতুন কম্বিনেশন খুঁজছে বিশেষ করে টপ অর্ডারে।
গত ম্যাচে সুযোগ পাওয়া জাকের আলি অনিক ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। একইভাবে শামীম পাটোয়ারীরও বাদ পড়ার সম্ভাবনা প্রবল, কারণ তিনিও রান খরা কাটাতে পারেননি।
তাওহীদ হৃদয়ের পারফরম্যান্স নিয়েও অসন্তোষ আছে, ফলে তার পরিবর্তে নতুন মুখ দেখা যেতে পারে একাদশে।
অন্যদিকে, বোলিং আক্রমণেও একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে কৌশলগত কারণে, আর তার পরিবর্তে দলে ফিরতে পারেন শরিফুল ইসলাম।
অভিজ্ঞতা বনাম তারুণ্য: নতুন ভারসাম্য খুঁজছে বাংলাদেশ
দলে যারা ফিরছেন, তাদের ওপরেই এখন নির্ভর করছে টাইগারদের সম্মান রক্ষার আশা। শামীমের স্থানে ফেরার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক–ব্যাটার নুরুল হাসান সোহানের। তার ফিনিশিং ক্ষমতা ও নেতৃত্বগুণ কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।
এছাড়া জাকের আলির পরিবর্তে দেখা যেতে পারে অফ–স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে, যিনি ব্যাট ও বল দুই দিকেই দলকে ভারসাম্য দেন।
তাওহীদ হৃদয় যদি বাদ পড়েন, তাহলে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন।
শেষ ভরসা: অন্তত একটি জয়
সিরিজ ইতোমধ্যেই হারিয়েছে বাংলাদেশ। এখন লিটন দাসের দলের একমাত্র লক্ষ্য চট্টগ্রামে অন্তত একটি জয় নিয়ে মাঠ ছাড়ার মাধ্যমে হোয়াইটওয়াশ এড়ানো। এই ম্যাচেই দেখা যাবে, দলে আসা পরিবর্তনগুলো কি নতুন আলো ছড়াতে পারে, নাকি ব্যর্থতার ধারাবাহিকতাই চলবে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।
খেলাটি লাইভ দেখতেএখানেক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                     
             
             
             
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    