ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আমরা কারো কাছে আর মাথা নত করব না: উপদেষ্টা মাহফুজ

২০২৫ জানুয়ারি ২৫ ২১:৫৯:১৯
আমরা কারো কাছে আর মাথা নত করব না: উপদেষ্টা মাহফুজ

ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘‘আমরা ছাত্র-জনতার রক্তের বিনিময়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের আর কারো তাবেদারি করার প্রয়োজন নেই। হাসিনার অধীনে যে শাসন ব্যবস্থা চলছিল, সেটিকে নস্যাৎ করে নিজেদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা কারো কাছে আর মাথা নত করবো না।’’

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘‘আমরা ওয়ান ইলেভেন চাই না। ওয়ান ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশে সেনাশাসন আসার কোনো সম্ভাবনা নেই।’’

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘‘আসুন, বাংলাদেশের ভবিষ্যত গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে আমরা একত্রিত হই। সরকারের সংস্কার উদ্যোগে সহযোগিতা করুন।’’

তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ যদি আবারও দিল্লীর আশ্রয়ে গিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা চুপ থাকতে পারব না। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেবো এবং আবারও লড়াই করব।’’

মাহফুজ আলম বলেন, ‘‘আমরা শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই, বরং যে সকল প্রতিষ্ঠান, প্রশাসন, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে হাসিনার শাসন চলছে, সেগুলোকেও আমরা বিচারের আওতায় আনবো।’’

তিনি আরও জানান, ‘‘বিভিন্ন কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চাই। নির্বাচন আগে হাসিনার প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান ও তার দালালদের উৎখাত এবং খুনিদের বিচার করতে হবে, তারপরই আমরা নির্বাচন করতে পারব।’’

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি জাকির হোসেন ও হেফাজত ইসলাম বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে