ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাইদুর রহমান সুজন (৪৫) নামের এক বন্দি আত্মহত্যা করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ একাধিক মামলার আসামি ছিলেন।
কারা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের ব্যবহৃত গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
কারাগার সূত্রে জানা যায়, এ সময়েতার কক্ষে অন্য একজন বন্দী ঘুমাচ্ছিলেন এবং আরেকজন আদালতে হাজিরার জন্য বের হয়ে গিয়েছেন। এই সুযোগে সুজন জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কারাগারের হাসপাতালে এবং সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের জরুরি বিভাগে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, সুজনের সঙ্গে একই কক্ষে আরও দুজন বন্দী ছিলেন। আজ সকালে তিনি নাশতা করেছেন। এরপর একজন আদালতে গেছেন, আরেকজন ঘুমাচ্ছিলেন। এই ফাঁকে তিনি আত্মহত্যা করেন।
কারাপ্রধান আরও বলেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। আমরা ধারণা করছি, হয়তো অবসাদগ্রস্ত হয়ে তিনি এমনটি করেছেন। এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া হবে। এ ঘটনা সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, সাইদুর রহমান সুজন ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাঁকে সাভার থানায় হস্তান্তর করা হয়।
সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। একাধিক ভিডিও ফুটেজে তাকে সাভারে ছাত্র-জনতার ওপর গুলি চালাতে দেখা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে অন্তত ১৪টি মামলা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ