ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
ইসরায়েল ও ইরানের সঙ্গে চলমান উত্তেজনা মধ্যেই রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টিরও বেশি মাল্টিলঞ্চার মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পারমাণবিক শক্তিধর দেশটি এ মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য না জানালেও তারা জানিয়েছে—উত্তর কোরিয়া যে মাল্টিলঞ্চার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচিত হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, 'উত্তর কোরিয়ার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ। তবে দেশটি এসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে একাধিকবার এমন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।'
এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। ইরানের ওপর হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিসিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে একটি বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'ইসরায়েলের এমন পদক্ষেপ ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।'
সরকারি এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, "এই যুদ্ধে ইরান একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না। আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা। আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস