ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অচেতন করে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, আটক ২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ মে সিলেটের সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করা হয়। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে অভিযুক্তরা এবং তা প্রকাশের হুমকি দিয়ে তাকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের অবস্থান ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করা হয়। এরপর একজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং অন্যজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে শান্ত তারা আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলারও আসামি।
আটকের পর অভিযুক্তদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, “অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত ভুক্তভোগী বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান বলেন, “ছাত্রীটি লিখিত অভিযোগ করার পর আমরা প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “বিষয়টি জানার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা