ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

স্পেনে গঠন হল ফেনী জেলা ফোরাম

২০২৫ অক্টোবর ৩১ ১২:২২:০৩

স্পেনে গঠন হল ফেনী জেলা ফোরাম

ডুয়া প্রবাস ডেস্ক:নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে ফেনীবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে ‘ফেনী জেলা ফোরাম ইন স্পেন’। সংগঠনটি মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

স্থানীয় সময় বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে ফেনী জেলা ফোরাম ইন স্পেনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন। সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।

এসময় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাবেক সদস্য সচিব মো. দুলাল সাফা, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সেলিম মিয়া সেন্টু, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু প্রমুখ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ। উপস্থিত অতিথিরা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনটির সাফল্য কামনা করেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত