ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
বিনিয়োগের জাদুতে আলোচনার কেন্দ্রে প্রাইম ব্যাংক
হাসান মাহমুদ ফারাবী: দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি চলতি ২০২৫ অর্থবছরের প্রথম ৯ মাসেই (জানুয়ারি-সেপ্টেম্বর) তাদের আর্থিক পারফরম্যান্সে এক বিশাল প্রবৃদ্ধি অর্জন করেছে। ঋণের সুদের তুলনায় আমানতের সুদ বাবদ ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়া সত্ত্বেও, শুধু বিনিয়োগ থেকে আসা বিশাল আয়ের ওপর ভর করে ব্যাংকটি নিট মুনাফায় এক শক্তিশালী প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে প্রাইম ব্যাংক পিএলসি মোট ৬২৯ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ছিল ৪৯৫ কোটি টাকা। অর্থাৎ, মাত্র এক অর্থবছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে ১৩৪ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ। এই শক্তিশালী প্রবৃদ্ধি শেয়ারবাজারে ব্যাংকটির স্থিতিশীল আর্থিক অবস্থানের ইঙ্গিত বহন করছে।
মুনাফার এই উল্লম্ফনটি এসেছে এমন এক সময়ে, যখন ব্যাংকটি উচ্চ সুদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের প্রথম ৯ মাসে ঋণের সুদ বাবদ প্রাইম ব্যাংকের আয় হয়েছে ২ হাজার ৪৯৫ কোটি টাকা। তার বিপরীতে আমানতের সুদ বাবদ ব্যাংকটিকে ব্যয় করতে হয়েছে ২ হাজার ১১৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে ঋণের সুদ থেকে ২ হাজার ২৮৯ কোটি টাকা আয় হলেও আমানতের সুদ বাবদ ব্যয় হয়েছিল মাত্র ১ হাজার ৫৫০ কোটি টাকা।
দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় ঋণের সুদ বাবদ ব্যাংকটির আয় হয়েছে ২০৬ কোটি টাকা, বিপরীতে আমানতের সুদ বাবদ ব্যয় হয়েছে ৫৬৯ কোটি টাকা। আমানতের সুদ ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়া সত্ত্বেও নিট মুনাফায় এমন বড় প্রবৃদ্ধি নিশ্চিত হওয়া মূলত ব্যাংকের সুচিন্তিত বিনিয়োগ কৌশলের ফসল।
আর্থিক প্রতিবেদনের সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো বিনিয়োগ থেকে আসা আয় বৃদ্ধি। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বিনিয়োগ থেকে প্রাইম ব্যাংক আয় করেছে ১ হাজার ২২২ কোটি টাকা। অথচ গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাত্র ৬৯৩ কোটি টাকা। সেই হিসাবে, বছরের ব্যবধানে শুধু বিনিয়োগ থেকেই ব্যাংকটির আয় বেড়েছে ৫২৯ কোটি টাকা। বিনিয়োগ আয়ের ওপর ভিত্তি করেই ব্যাংকটি তাদের মুনাফায় এক বিশাল প্রবৃদ্ধি দেখতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে এটি প্রমাণ করে যে, সুদ ব্যয়ের চাপ থাকা সত্ত্বেও, কৌশলগত বিনিয়োগের মাধ্যমে মুনাফার লক্ষ্য অর্জন করা সম্ভব।
এই শক্তিশালী প্রবৃদ্ধি প্রাইম ব্যাংককে উচ্চ সুদের হারে আমানত আকর্ষণের চাপ এবং পরিচালনাগত ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করে শেয়ারবাজারে তাদের অবস্থান আরও সুসংহত করতে সাহায্য করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ