ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
সার ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত হতে পারে ডিসেম্বর মধ্যেই: কৃষি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে সারের ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত হতে পারে। তিনি বলেন, নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ন্যাশনাল লেভেলে মিটিং সম্পন্ন হয়েছে। দ্রুত এটি প্রণয়ন করা সম্ভব হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, সারের সরবরাহ ও দাম নিয়ে কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং বর্তমানে সারের দামও নিম্নমুখী। তিনি কৃষকদের সচেতন করে বলেন, বিশেষ করে ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার ফলন বাড়ায় না, বরং জমির ক্ষতি করে। ডিএপি সারের ভেতরও ২০ শতাংশ ইউরিয়া থাকে, তাই প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে।
নতুন নীতিমালার মূল উদ্দেশ্য হলো দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ ও অবৈধ লাইসেন্সের সমস্যা সমাধান। আগে সার ডিলারদের বিভিন্ন সংস্থার জন্য আলাদা লাইসেন্স নিতে হতো, কিন্তু নতুন নীতিমালায় একটি লাইসেন্সেই সব ধরনের সার একজন ডিলার বিক্রি করতে পারবে। নতুন লাইসেন্স প্রদানের জন্য একটি সেন্ট্রাল কমিটিও গঠন করা হবে।
সারের গ্যাস খরচ বৃদ্ধির প্রভাব নিয়ে তিনি বলেন, গ্যাসের দাম বাড়লেও কৃষকের খাতে সারের দাম পরিবর্তন হবে না। সরকার এটি ভর্তুকির মাধ্যমে নিশ্চিত করবে।
কৃষি উপদেষ্টা আরও জানান, গত সিজনে বোরো ও আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। বর্তমান আমন ধানের কাটা শুরু হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফসল হবে। আলু ও পেঁয়াজের উৎপাদনও ভালো হয়েছে। পেঁয়াজ আমদানি প্রয়োজন হয়নি, এবং আলুর রপ্তানি দ্বিগুণ হয়েছে।
ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ২৫ বছরের জন্য খাদ্যশস্যের পরিকল্পনা প্রণয়ন করা হবে।
উপদেষ্টা কৃষি জমি সুরক্ষা আইন সম্পর্কেও জানান, শহরায়ণ ও বাড়ি নির্মাণের কারণে কৃষি জমি কমছে। নতুন আইন নিশ্চিত করবে, কিছু ফসলের জমিতে অবকাঠামো তৈরি হবে না। ভূমি, পরিবেশ ও গণপূর্ত মন্ত্রণালয় এই কাজে সহযোগিতা করবে।
তিনি বলেন, কৃষকদের জন্য ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে তারা জানতে পারবেন কোন ফসল জমিতে সবচেয়ে ভালো হবে এবং কত পরিমাণ সার প্রয়োজন।
কেমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি