ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
নিজস্ব নকশা: ইরানের ‘সিমোর্গ’ উড়ছে আকাশে
আন্তর্জাতিক ডেস্ক :ইরান আবার এক চমক দেখিয়েছে। বিশ্বের ২০টির কম দেশের মধ্যে একজন হিসেবে দেশটি সফলভাবে ‘সিমোর্গ’ নামের নতুন কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এই বিমান পণ্য, যাত্রী এবং সেনা পরিবহনসহ বহু কাজে ব্যবহারযোগ্য। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএএ)-এর প্রধান হোসেইন পুরফারজানেহ জানান, সিমোর্গ তৈরির প্রক্রিয়া প্রায় ১৫ বছর ধরে চলছিল।
সিমোর্গের নাম ফারসি পুরাণ ও সাহিত্যের পৌরাণিক পাখি ‘সিমোর্গ’-এর নামে রাখা হয়েছে, যা শক্তির প্রতীক হিসেবে পরিচিত। বিমানটিতে রয়েছে দুটি ২,৫০০ হর্সপাওয়ার ইঞ্জিন, যা ৬ মেট্রিক টন পর্যন্ত পণ্য ৩,৯০০ কিলোমিটার দূরত্বে বহন করতে সক্ষম। সর্বোচ্চ টেকঅফ ওজন ২১.৫ মেট্রিক টন। উচ্চ পণ্যবহন ক্ষমতা, দ্রুতগতির ও হালকা নকশার কারণে এটি জরুরি চিকিৎসা পরিবহন ও গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলা হচ্ছে।
কর্তৃপক্ষের মতে, সিমোর্গ ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়াবে এবং দেশের বিভিন্ন ঘাঁটিতে সেনা বা সরঞ্জাম পরিবহনে সহায়ক হবে। এটি যাত্রী পরিবহণেও ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, সিমোর্গ মূলত ইউক্রেনের আন্তোনভ An-140 নকশার ওপর ভিত্তি করে তৈরি IrAn-140 মডেলের একটি সংশোধিত সংস্করণ। তবে সাবেক সিএএ কর্মকর্তা এটিকে সম্পূর্ণ ভিন্ন নকশার বিমান বলে দাবি করেছেন, যার ইঞ্জিন ও কাঠামো নতুনভাবে তৈরি।
সিএএ জানিয়েছে, বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে ১০০ ঘণ্টা পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করতে হবে, যার পরই এটি ইরানের বেসামরিক বিমানবহরে যোগ দেওয়ার চূড়ান্ত অনুমোদন পাবে। মে ২০২২ সালে বিমানটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করেছিল, এবং এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা