ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি এনসিপির তিন দাবি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এই সনদ কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়, বরং এর আইনি ভিত্তি নিশ্চিত করেই সরকারকে বাস্তবায়নের পথে যেতে হবে। বুধবার এক বিবৃতিতে এনসিপি সরকারের প্রতি তিনটি নির্দিষ্ট আহ্বান জানায়, যার মূল লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া প্রস্তাব-১ বাস্তবায়ন করা।
দলটির বক্তব্যে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে সরকারের কাছে বিস্তারিত প্রস্তাব জমা দিয়েছে। এতে সংবিধান সংশোধনবহির্ভূত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া সুপারিশ করা হয়েছে। এনসিপির মতে, সরকারকে দেরি না করে এই প্রস্তাবগুলো অবিলম্বে কার্যকর করতে হবে।
এনসিপি মনে করে, কমিশনের প্রস্তাব-১ বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ আইনি বৈধতা পাবে। ওই প্রস্তাবের ৮(ঙ) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কাজ সম্পন্ন করতে না পারলে গৃহীত প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে আইন হিসেবে কার্যকর হবে। এনসিপির দাবি, গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের এই ধারা অত্যাবশ্যক এবং বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে এর নজির রয়েছে।
অন্যদিকে, কমিশনের প্রস্তাব-২ এ কোনো সুস্পষ্ট আইনি বাধ্যবাধকতা না থাকায় এনসিপি আশঙ্কা জানিয়েছে যে, এটি বাস্তবায়ন প্রক্রিয়াকে ভণ্ডুল করে দিতে পারে। তাই সরকারকে প্রস্তাব-১-ই বাস্তবায়নের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে বলে দলটির দাবি।
বিবৃতিতে এনসিপি সরকারের প্রতি তিন দফা আহ্বান জানায়-
১. ঐকমত্য কমিশনের প্রস্তাব-১ গ্রহণ করে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা।
২. সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও তা জনসমক্ষে উন্মুক্ত করা।
৩. জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি আদেশের খসড়া সরকার অনুমোদন করলে এনসিপি সনদ স্বাক্ষরে অগ্রসর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস