ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই: খসরু

২০২৫ অক্টোবর ২৮ ২১:৩৮:৪৭

সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই: খসরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে বিএনপি তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবে বিএনপি একমত নয়। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার নির্বাচন ও গণভোট একই দিনে, তবে আলাদা দুটি ব্যালটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, গণভোটের বিষয়টি নতুন করে সামনে আনার কোনো প্রয়োজন নেই। যেই বলুক না কেন, এটা তাদের ব্যাপার; বিএনপির নয়। আমাদের অবস্থান একদম স্পষ্ট গণভোট আগে নয়, নির্বাচন ও গণভোট একই দিনে হবে।

তিনি আরও বলেন, কে কী সুপারিশ দিয়েছে সেটা আমাদের বিষয় নয়। অনেক প্রস্তাব দিয়েও আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। তাই ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। বিএনপি এই বিষয়ে (গণভোট আগে আয়োজন) ঐক্যমত্যে নেই, সুতরাং এ পথে আর যাওয়া সম্ভব নয়।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের প্রস্তুতি ও কার্যক্রম, বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতার ভাষায়, সবচেয়ে গুরুত্ব পেয়েছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কিছু ব্যক্তি আছেন যারা প্রশ্নবিদ্ধ। শুধু বিএনপি নয়, অন্যান্য দলও তাদের নিয়ে প্রশ্ন তুলেছে। এ কারণে অনেক কাজ পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়, যুক্তরাজ্যের নির্বাচনী সহায়তা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত