ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ঢাবি ট্রেজারারের সঙ্গে ডাকসু নেতাদের আচরণে নিন্দা: ছাত্রদল নাছিরের স্ট্যাটাস

২০২৫ অক্টোবর ২৭ ১৮:২৬:১১

ঢাবি ট্রেজারারের সঙ্গে ডাকসু নেতাদের আচরণে নিন্দা: ছাত্রদল নাছিরের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সঙ্গে কয়েকজন ডাকসু নেতা আক্রমণাত্মক ভঙ্গিতে অশোভন আচরণ করেছেন, যা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির “খুবই নিন্দনীয়” হিসেবে উল্লেখ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ১০টায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই মন্তব্য প্রকাশ করেন। নাছির বলেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ট্রেজারার মহোদয় জুলাই গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান প্রশাসনের অব্যবস্থাপনার দায় ট্রেজারারের ওপর চাপিয়ে দেওয়া অনুচিত এবং অছাত্রসুলভ আচরণ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ডাকসুর পদ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, দাবি আদায়ে নিয়মতান্ত্রিক পন্থা অনুসরণ করতে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করা সকলের অগ্রাধিকার হওয়া উচিত। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ক্যাম্পাস থেকে ভবঘুরে, নেশাগ্রস্ত, মানসিকভাবে ভারসাম্যহীন বা রোগাক্রান্তদের সরিয়ে দিতে তৎপর হতে হবে, কারণ তারা শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য মারাত্মক হুমকি। এছাড়া, ক্যাম্পাস ও আশপাশে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা করা জরুরি।

নাছির উদ্দিন নাছির বলেন, ক্যাম্পাসে অনুমোদিত বা ভাসমান দোকানপাট রয়েছে যা শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে। এ জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। অনুমোদিত এবং অমোদোদিত দোকানগুলোর যথাযথভাবে চিহ্নিতকরণ করা জরুরি। দীর্ঘদিন ধরে দোকান পরিচালনা করা ব্যক্তিদের হঠাৎ উচ্ছেদ করা সঠিক পদক্ষেপ নয়।

তিনি আরও বলেন, প্রশাসনের উচিত দ্রুত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে দোকানপাটগুলোকে কাঠামোর মধ্যে আনা। অন্যথায়, নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত