ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
সিটি-ড্যাফোডিল সংঘর্ষে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক :সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ বিষয়ে সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. লুৎফর রহমান জানিয়েছেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, “ড্যাফোডিলের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে ১১ জন ড্যাফোডিল শিক্ষার্থী আমাদের হেফাজতে আছেন। উপাচার্য উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে।” তিনি আরও জানান, সংঘর্ষের পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ড্যাফোডিল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন বিমল চন্দ্র দাস বলেন, “আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি যারা ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে তাদের হাতে অস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং তাদের কয়েকটি বাসে আগুন দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের যানবাহন, শিক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র ও ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দাবি করেছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে এবং পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) আসাদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাতভর কাজ করেছে। যদিও পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ঘটনার সূত্র অনুযায়ী, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি হোস্টেলের পাশে বসেছিলেন। এক শিক্ষার্থীর থুতু অসতর্কতাবশত ড্যাফোডিলের এক শিক্ষার্থীর মোটরসাইকেলে লাগে, যা কথাকাটাকাটিতে রূপ নেয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হোস্টেলে হামলা চালিয়ে ভাঙচুর করে।
পরবর্তীতে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে এগিয়ে আসে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ড্যাফোডিলের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিটি ইউনিভার্সিটির প্রশাসনকে বিষয়টি জানিয়ে সমাধানের আহ্বান জানায়।
একপর্যায়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস, একটি প্রাইভেট কারে আগুন দেয়। এছাড়া আরও দুটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর চালানো হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি