ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

এবারো বিনিয়োগকারীদের হতাশ করল শ্যামপুর সুগার

২০২৫ অক্টোবর ২৭ ১১:৫৪:০৯

এবারো বিনিয়োগকারীদের হতাশ করল শ্যামপুর সুগার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্তখাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার প্রতিবছরের মত এবারও শেয়ারহোল্ডারদের হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত বছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৫০ টাকা ৭৭ পয়সা। এর আগের বছর লোকসান ছিল ৪৮ টাকা ৮৪ পয়সা।

অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ার ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২২ টাকা ৪৫ পয়সা, আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫৫ টাকা ২২ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ৩১০ টাকা ৪৪ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর বেরা ১১ায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য ১২ নভেম্বর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (২৭ অক্টোবর)

আজকের মুদ্রা বিনিময় হার (২৭ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও লেনদেনের সুবিধার জন্য সোমবার... বিস্তারিত