ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
ভিকারুননিসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে মনোযোগ হারাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকদের প্রস্তাব জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধার্থে প্রতিটি শাখায় স্কুল কর্তৃপক্ষের নামে দুটি করে ফোন রাখা যেতে পারে।
রোববার দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের কাছে স্মারকলিপি জমা দিয়ে এসব দাবি জানান অভিভাবকরা। তার আগে বেইলি রোডে স্কুলটির প্রধান শাখার সামনে এক মানববন্ধনেও অংশ নেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক জানান, “শিক্ষার্থীরা এখন মোবাইল আসক্ত হয়ে পড়ছে। ক্যাম্পাসের ভেতরেই অনেকে টিকটক ভিডিও বানাচ্ছে। অনেক অভিভাবক সন্তানদের মোবাইল ব্যবহার করতে দেন না, কিন্তু কেউ কেউ আবার মোবাইল হাতে দিচ্ছেন, যা তারা ক্লাসে নিয়ে আসে। ফলে অন্য ছাত্রীদেরও এতে প্রভাবিত করছে। কর্তৃপক্ষের উচিত ক্যাম্পাসে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা।”
অভিভাবক খাজা সলিমুল্লাহ টিপুর নেতৃত্বে অভিভাবকদের একটি প্রতিনিধিদল অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন। সেখানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি অস্থায়ী শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়া বন্ধ, উন্নত ল্যাবরেটরি সুবিধা প্রদান, বাড়তি ফি আদায় বন্ধ এবং শিক্ষার মান উন্নয়নের দাবি জানানো হয়।
অভিভাবকরা জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ভিকারুননিসার ফলাফল আশানুরূপ হয়নি পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অর্ধেকে নেমেছে। তারা ফলাফলের এ অবনতির জন্য কলেজ প্রশাসনকে দায়ী করেন।
তাদের অভিযোগ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ উচ্চ ফি এবং অতিরিক্ত চার্জ নিলেও, প্রতিষ্ঠানটিতে অধিকাংশ শিক্ষক অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। ফলে শিক্ষার মান নষ্ট হচ্ছে। এছাড়া, প্রতিটি ক্লাসে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানোয় শিক্ষকরা আর প্রত্যেক শিক্ষার্থীর প্রতি নজর দিতে পারছেন না বলেও অভিযোগ করেন অভিভাবকরা।
তারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত এসব সমস্যা সমাধান করে দেশের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও মান ফিরিয়ে আনার উদ্যোগ নিতে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা