ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

রেঞ্জার দীক্ষায় অংশগ্রহণ করলেন ঢাবির ১২১ ছাত্রী

২০২৫ অক্টোবর ২৬ ১৭:০৯:৪১

রেঞ্জার দীক্ষায় অংশগ্রহণ করলেন ঢাবির ১২১ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের ডে ক্যাম্প উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় শামসুন নাহার হল প্রাঙ্গণে মহাতাবু জলসার আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সভাপতি ও শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রী হলের ১২১জন রেঞ্জার দীক্ষায় অংশগ্রহণ করেন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত