ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

টাওয়ার হ্যামলেটে বর্ণবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ

২০২৫ অক্টোবর ২৬ ১৫:০৪:২৫

টাওয়ার হ্যামলেটে বর্ণবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ

প্রবাস ডেস্ক :যুক্তরাজ্যের পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপলে, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউনহলের সামনে ও আশেপাশের এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে হাজারো মানুষ ভিন্ন ভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে যোগ দেন। প্রধান প্রতিপাদ্য ছিল—“বর্ণবাদ নিপাত হোক, সমাজে শান্তি ফিরে আসুক” এবং “বিভেদের বিরুদ্ধে ঐক্য বজায় রাখি”।

শান্তি মিছিলে অংশ নেওয়া রাবাব হোসেইন বলেন, “টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদের কোনো স্থান নেই। আমরা ডানপন্থীদের উগ্র মিছিল ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।” ক্রিস্টাস আরও যোগ করেন, “বর্ণবাদ, সহিংসতা ও বিভেদের বিরুদ্ধে ঐক্য প্রদর্শনের জন্য আজ আমরা একত্রিত হয়েছি। ঐক্যই আমাদের শক্তি।”

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে বহু ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ বাঙালি এমপি, মেয়র, স্থানীয় কাউন্সিলর, রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী, ছাত্র-শিক্ষক, শিশু ও নারীসহ সাধারণ জনগণ শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন। এটি ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে আয়োজন করা হয়।

স্থানীয় পুলিশ প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে টাউনহলের আশেপাশের রোডগুলো বন্ধ করে সাধারণ জনগণের জন্য চলাচল উন্মুক্ত রাখে এবং কঠোর নিরাপত্তা জোরদার করে। মেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জননিরাপত্তা এবং বিশৃঙ্খলা কমাতে ইউকিপের ইভেন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউকিপ পূর্বে এ এলাকায় নিয়মিত বিক্ষোভ ও প্রতিবাদ আয়োজন করে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশের আগেভাগে পদক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বক্তারা বলেন, যুক্তরাজ্য বহুজাতিক মানুষের দেশ। এখানে মানুষ মিলেমিশে থাকবে এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করবে। “আমরা কোনো বর্ণবাদ, ফ্যাসিস্ট, মাদক বা সন্ত্রাসবাদ দেখতে চাই না।”

শান্তি সমাবেশে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়, যার মধ্যে লেখা ছিল—“স্ট্যান্ড আপ দ্যা রেইসিজম।” স্লোগান ছিল—“স্টপ দ্যা ফার রাইট, নো ইসলামোফোবিয়া, নো এন্টিসিমিটিজম, উইমেন এগেইস্ট দ্যা ফার রাইট, রিপোজি আর ওয়েলকাম হিয়ার।”

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত