ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মেট্রোরেল দুর্ঘটনা: নি’হত এক, ট্রেন চলাচল বন্ধ

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৬ ১৪:১৪:০১

মেট্রোরেল দুর্ঘটনা: নি’হত এক, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পাশে আবারও ঘটে গেলো মারাত্মক দুর্ঘটনা। স্টেশনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক পথচারী। এই ঘটনায় সতর্কতামূলকভাবে মেট্রো ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পর থেকে এমআরটি লাইন-৬ এর সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমআরটির দায়িত্বশীল এক সূত্র জানায়, সকাল থেকেই ট্রেন চালকেরা ওই অংশে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন। কেউ কেউ জানিয়েছেন ট্রেন হালকা ঝাঁকি দিচ্ছিল, আবার কেউ বলেছেন, ট্রেন কিছুটা “ডেবে যাচ্ছিল” বলেও মনে হচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেই সময়ই বিয়ারিং প্যাডটি পিলার থেকে খুলে পড়ে যায়। পরবর্তীতে দুর্ঘটনা ঘটার পরপরই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানিয়েছেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত দিয়ে হাঁটছিলেন এক পথচারী। হঠাৎ উপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ারিং প্যাডটি পড়ে শুধু একজনের প্রাণই কাড়েনি, পাশের ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই স্থানের কাছেই প্রথমবারের মতো এমন একটি দুর্ঘটনা ঘটে। সেদিন ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরের ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের মধ্যে একটি সরে যায়, যার ফলে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে পড়ে। তখনও নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত