ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শীত নিয়ে যা বললেন আবহাওয়া বিশেষজ্ঞরা
ডুয়া নিউজ: জানুয়ারি মাসের শুরু থেকে শীত বিদায় নিতে শুরু করেছে, তবে এবারের শীতে তেমন কোনো তীব্রতা দেখা যায়নি। অন্যান্য বছরগুলোর তুলনায় শীতের প্রকোপ এবার তুলনামূলকভাবে কম ছিল এবং শৈত্যপ্রবাহেরও তেমন কোনো দৃশ্য ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে, যা বিশ্বব্যাপী প্রভাব ফেলছে।
জলবায়ুর পরিবর্তন এবং গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাবের কারণে বিশ্বব্যাপী আবহাওয়ার আচরণে পরিবর্তন এসেছে। উন্নত দেশগুলো থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস ছোট দেশগুলোতে বিরূপ প্রভাব ফেলছে, এবং এর ফলে বাংলাদেশের শীতকালও প্রভাবিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী কয়েকদিন শীত কম থাকবে, তবে মাসের শেষ দিকে কিছুটা শীতের বৃদ্ধি হতে পারে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে কিন্তু তা স্পষ্ট নয়। এছাড়া, একমোসটোরি রিভার বাংলাদেশের ওপর থাকায় উত্তরাঞ্চলে শীতের প্রকোপ কম হয়েছে এবং এর ফলে তীব্র শৈত্যপ্রবাহেরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন আরও জানান, এই বছর লানিনা আবহাওয়ার পরিস্থিতি থাকায় শীত কম অনুভূত হয়েছে। কুয়াশা বেল্টের উপস্থিতি এবং ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে শীতকালীন বাতাস সঠিকভাবে গমন করতে পারেনি, যার ফলে শীতের প্রকোপ কমে গেছে।
এদিকে, ব্র্যাক ইউনিভার্সিটি ও বুয়েটের সাবেক অধ্যাপক আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে শীতের স্বাভাবিক গতি ও সময়ের পরিবর্তন হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে আরও অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্বের বৃহত্তম দেশগুলোর—যেমন চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের—গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়