ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

২০২৫ অক্টোবর ২৫ ২০:৩২:৩০

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহারের মাধ্যমে সংবাদকর্মীরা কীভাবে এগিয়ে থাকতে পারেন, সে বিষয়ে রাজধানীতে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিপুল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, যাচাইয়ের মাধ্যমে সেসব ব্যবহার করে দ্রুত খবর প্রস্তুত করায় কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটি আশীর্বাদ, তা এই কর্মশালায় তুলে ধরা হয়।

টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও গিগাবাইটের যৌথ উদ্যোগে, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় এই কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম: ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় টিএমজিবি সদস্যসহ তথ্যপ্রযুক্তি বিটের বেশ কজন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুলসের কার্যকর ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণসহ হাতেকলমে সেসবের প্রশিক্ষণ নেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহেদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান, স্মার্ট টেকনোলজিসের প্রডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী, টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মঈদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন, রহিম শেখ প্রমুখ।

টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, “বিশ্বজুড়ে গণমাধ্যমশিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের সংবাদকর্মীদেরও এ প্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়োপযোগী ও তথ্যভিত্তিক সাংবাদিকতা করতে পারেন।” বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এআই ব্যবহারের সময় সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, “এআইয়ের মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য অনেক সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। এআই ব্যবহার করতে হবে, তবে এআই যেন আপনাদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।” তানজিম চৌধুরী গিগাবাইটের পণ্যে এআই প্রযুক্তির সন্নিবেশের কথা উল্লেখ করে এই আয়োজন করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত