ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
বিএটিবিসি-কে হটিয়ে ব্র্যাক ব্যাংক এখন সুপার পাওয়ার
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:দেশের শেয়ারবাজারে বাজার মূলধনের শীর্ষ পাঁচে এখন চলছে ইতিহাসের এক রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা, যা শেয়ারবাজারের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই মহারণের কেন্দ্রে রয়েছে দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সদ্য বিদায়ী দুই সপ্তাহের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ব্র্যাক ব্যাংক তাদের শক্তিশালী আর্থিক ফলাফলের ভিত্তিতে বিএটিবিসি-কে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে—যা ডিএসইর ইতিহাসে সম্ভবত এই প্রথমবার।
বাজার মূলধনে ঐতিহাসিক স্থান পরিবর্তন
বিএটিবিসি বহু বছর ধরে শেয়ারবাজারে ব্লু-চিপ হিসেবে বিনিয়োগকারীদের কাছে আস্থা অর্জন করে এসেছে এবং বাজার মূলধনের শীর্ষ ৫-এ নিজেদের অবস্থান সুদৃঢ় রেখেছে। তবে, ব্র্যাক ব্যাংকের সাম্প্রতিক উত্থান সেই চিরাচরিত অবস্থানে আঘাত হেনেছে।
১২-১৬ অক্টোবর সপ্তাহেও বিএটিবিসি ১৩ হাজার ৭৩৭ কোটি ৬০ লাখ টাকা মূলধন নিয়ে শীর্ষ মূলধনী কোম্পানির তালিকায় চতুর্থ স্থানে ছিল, যেখানে ব্র্যাক ব্যাংক ১৩ হাজার ৬৫৮ কোটি ৭০ লাখ টাকা মূলধন নিয়ে পঞ্চম স্থানে ছিল।
কিন্তু সদ্য বিদায়ী ১৯-২৩ অক্টোবর সপ্তাহেই আসে সেই ঐতিহাসিক পরিবর্তন। ব্র্যাক ব্যাংক তাদের মূলধন বাড়িয়ে ১৪ হাজার ১৫৫ কোটি ৫০ লাখ টাকায় পৌঁছে চতুর্থ স্থানে উঠে আসে এবং বিএটিবিসি ১৩ হাজার ৯২৬ কোটি ৬০ লাখ টাকা মূলধন নিয়ে একধাপ নিচে পঞ্চম স্থানে নেমে যায়।
'বাম্পার মুনাফা'ই সেই 'সুপার পাওয়ার'
ব্র্যাক ব্যাংকের এই অভাবনীয় উত্থানের পেছনে কাজ করেছে তাদের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) এবং নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) বাম্পার মুনাফার ঘোষণা। ব্যাংকটি নয় মাসে তাদের নিট মুনাফা ৫২ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৫৩৬ কোটি টাকা অর্জন করেছে। এই 'রেকর্ড ব্রেকিং' পারফরম্যান্সের আগাম খবরে বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রবল ইতিবাচক মনোভাব তৈরি করেছে যে, শেয়ারটির দর গত কয়েকদিন যাবত ক্রমাগত বেড়েছে। শেয়ার দর বৃদ্ধির এই প্রবণতাই সরাসরি তার বাজার মূলধনকে স্ফীত করে তুলেছে।
দেশীয় প্রতিষ্ঠানের বিজয়গাথা গল্প
ব্র্যাক ব্যাংকের এই জয়যাত্রা কেবল একটি স্থান পরিবর্তন নয়, এটি দেশের আর্থিক খাতের জন্য এক বিশাল গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে, দেশীয় একটি ব্যাংক তার আর্থিক সুশাসন এবং প্রবৃদ্ধির মাধ্যমে একটি দীর্ঘ প্রতিষ্ঠিত বহুজাতিক কোম্পানিকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং তাকে অতিক্রম করে 'সুপার পাওয়ার' হয়ে যেতে পারে। ব্যাংকটির প্রধানত বিনিয়োগ, সুদ এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো থেকে আসা আয় বৃদ্ধির ফলেই এই মুনাফা অর্জিত হয়েছে, যা তাদের ব্যবসায়িক মডেলের সক্ষমতাকে তুলে ধরে।
বিএটিবিসি-এর শক্তি, তবুও চ্যালেঞ্জ
অন্যদিকে, বিএটিবিসি সামান্য পিছিয়ে গেলেও এর অবস্থান এখনও অত্যন্ত শক্তিশালী। ১৩ হাজার ৯২৬ কোটি ৬০ লাখ টাকার মূলধন নিয়ে তারা এখনো শীর্ষ পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে। এই বহুজাতিক কোম্পানিটি তার স্থিতিশীল ডিভিডেন্ড এবং বাজারের কঠিন সময়েও আস্থা ধরে রাখার জন্য সুপরিচিত। তবে ব্র্যাক ব্যাংকের এই উত্থান ইঙ্গিত দিচ্ছে যে, ভবিষ্যতে এই দুই কোম্পানির মধ্যে বাজারের শীর্ষস্থান নিয়ে আরও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
শীর্ষ মূলধনের ১০ কোম্পানি
বর্তমানে শীর্ষ মূলধনের ১০ কোম্পানি-গ্রামীণফোন ( মূলধন ৩৮ হাজার ৮৬১ কোটি ১০ লাখ টাকা), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ( মূলধন ১৯ হাজার ১২০ কোটি ৭০ লাখ টাকা), রবি আজিয়াটা (মূলধন ১৬ হাজার ২৮ কোটি ১০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক (মূলধন ১৪ হাজার ১৫৫ কোটি ৫০ লাখ টাকা ), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (মূলধন ১৩ হাজার ৯২৬ কোটি ৬০ লাখ টাকা), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ( মূলধন ১২ হাজার ৭৫৫ কোটি ৭০ লাখ টাকা), বেক্সিমকো (মূলধন ১০ হাজার ৩৫৭ কোটি ৫০ লাখ টাকা), মেরিকো বাংলাদেশ (মূলধন ৮ হাজার ৮০৭ কোটি ৪০ হাজার টাকা), ইউনাইটেড পাওয়ার (মূলধন ৮ হাজার ৪৯৮ কোটি ৩০ হাজার টাকা) এবং বার্জার পেইন্টস (মূলধন ৬ হাজার ৫৭৩ কোটি ৬০ হাজার টাকা)।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা