ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ঢাবিতে জাপানিজ স্টাডিজ বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৫ অক্টোবর ২৪ ১৫:৩৪:৫৪

ঢাবিতে জাপানিজ স্টাডিজ বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ (Department of Japanese Studies) প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামের (Professional Masters in Japanese Studies) জন্য ২০তম ব্যাচে (20th Batch) শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

**গুরুত্বপূর্ণ তথ্য ও সময়সীমা:

* আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১১ ডিসেম্বর, ২০২৫,

* ভর্তি পরীক্ষার তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২৫,

* পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা,

* ক্লাস শুরুর তারিখ: ৯ জানুয়ারি, ২০২৬,

**প্রোগ্রামের বৈশিষ্ট্য:

* এই প্রোগ্রামটি একটি ১২ মাসব্যাপী পেশাদার কোর্স।

* মোট ৪৪ ক্রেডিট আওয়ারের (৪৪ credit hours) এই প্রোগ্রামটি ২টি সেমিস্টারে বিভক্ত।

* ক্লাসগুলি প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

**আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (Bachelor Degree) সম্পন্ন করতে হবে।

* প্রার্থীদের অবশ্যই কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৫০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে।

**যোগাযোগ ও ঠিকানা:

আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এবং বিস্তারিত তথ্যের জন্য বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন।

* বিভাগের ঠিকানা: জাপানিজ স্টাডিজ বিভাগ, ১০ম তলা, কক্ষ- ১১২২, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০, বাংলাদেশ।

* মোবাইল: +৮৮০ ১৫৪০-০৭৩১৫৪

* ই-মেইল: [email protected]

* ওয়েবসাইট: djs.du.ac.bd

ভর্তি সংক্রান্ত সকল আপডেটের জন্য বিভাগীয় ফেসবুক পেজে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত