ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

জবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে তুমুল বিক্ষোভ      

২০২৫ অক্টোবর ২৪ ১৫:৩৪:১৬








জবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে তুমুল বিক্ষোভ




 
 



 

নিজস্ব প্রতিবেদক :গাজীপুরের টঙ্গীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার (২৪ অক্টোবর) ইমাম অপহরণ ও হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ করার পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রের দায়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। বাদ জুমা অনুষ্ঠিত এই মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “বাংলাদেশে ইসকন মূলত মন্দির নির্মাণ ও হিন্দুদের মধ্যে সম্প্রীতির বন্ধন বজায় রাখে বলে দাবি করে, কিন্তু তারা হিন্দুত্ববাদী কার্যক্রম চালিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তারা আমাদের ভাই আইনজীবী আলিফকে প্রকাশ্যে হত্যা করেছে। বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ। বাংলাদেশেও তাদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত। তারা শুধু মুসলিম নয়, হিন্দুদেরও শত্রু এবং মানবতার শত্রু।”

জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ দাবি করেন, ইসকন ধর্মীয় আড়াল ব্যবহার করে রাজনৈতিক স্বার্থে কাজ করছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, জুলাই বিপ্লবের পর ইন্টেরিম সরকার জঙ্গি কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নিলে কার্যক্রম সফল হতো, কিন্তু এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবদুল আলিম আরিফ যোগ করেন, ইসকনকে বহু দেশে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা শিশুদের যৌন নির্যাতনের মতো জঘন্য কর্মকাণ্ডেও জড়িত। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইন্টেরিম সরকারের উচিত আইন প্রণয়ন করে ইসকনকে নিষিদ্ধ করা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ