ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ডিএমপিতে বড় রদবদল: নতুন দায়িত্বে ছয় কর্মকর্তা

২০২৫ অক্টোবর ২৩ ২১:২৬:৫৩

ডিএমপিতে বড় রদবদল: নতুন দায়িত্বে ছয় কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন আদেশ অনুযায়ী প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে স্থানান্তর করা হয়েছে।

অন্য আদেশে বলা হয়েছে গোয়েন্দা (রমনা) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনে পদায়ন করা হয়েছে।

ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পদায়ন সংক্রান্ত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত