ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

এক বছরেই সামিট পাওয়ারের ক্ষতি ১৫২ কোটি টাকা

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৩ ২০:২৯:০৬

এক বছরেই সামিট পাওয়ারের ক্ষতি ১৫২ কোটি টাকা

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের অন্যতম বৃহৎ কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড বছরের পর বছর ধরে উৎপাদন ঘাটতির ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরেও কোম্পানিটির ৭টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে, যার কারণে প্রতিষ্ঠানটিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সামিট পাওয়ার জানিয়েছে, শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবছরেই তাদের ইমপেয়ারমেন্ট লস (আর্থিক ক্ষতি) হয়েছে ১৫২ কোটি টাকা।

বর্তমানে কোম্পানিটির মোট ১৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৭টি পুরোপুরি বন্ধ। বাকি ৮টির মধ্যে ৪টি পরিচালিত হচ্ছে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে, যার তিনটি থেকে সরকার বছরজুড়ে বিদ্যুৎ না কেনায় সেগুলোও কার্যত অচল হয়ে আছে। ফলে কোম্পানির মোট উৎপাদন সক্ষমতা ৯৩০ মেগাওয়াট থেকে কমে ২৩৪ মেগাওয়াটে নেমে এসেছে।

এই পরিস্থিতিতে সামিট পাওয়ারের মুনাফা পড়েছে বড় ধাক্কায়। ২০২৪-২৫ অর্থবছরে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে মাত্র ৪০ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৩৩৪ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে প্রায় ২৯৪ কোটি ১৫ লাখ টাকা বা ৮৮ শতাংশ।

তবে এত বড় পতনের পরও বিনিয়োগকারীদের প্রতি ইতিবাচক সংকেত দিতে কোম্পানিটি ডিভিডেন্ড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য অর্থবছরের জন্য তারা সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছর ছিল ১০ শতাংশ ক্যাশ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত ডিভিডেন্ড এবং অন্যান্য বার্ষিক এজেন্ডায় অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত