ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
এক বছরেই সামিট পাওয়ারের ক্ষতি ১৫২ কোটি টাকা

মোবারক হোসেন
রিপোর্টার

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের অন্যতম বৃহৎ কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড বছরের পর বছর ধরে উৎপাদন ঘাটতির ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরেও কোম্পানিটির ৭টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে, যার কারণে প্রতিষ্ঠানটিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সামিট পাওয়ার জানিয়েছে, শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবছরেই তাদের ইমপেয়ারমেন্ট লস (আর্থিক ক্ষতি) হয়েছে ১৫২ কোটি টাকা।
বর্তমানে কোম্পানিটির মোট ১৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৭টি পুরোপুরি বন্ধ। বাকি ৮টির মধ্যে ৪টি পরিচালিত হচ্ছে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে, যার তিনটি থেকে সরকার বছরজুড়ে বিদ্যুৎ না কেনায় সেগুলোও কার্যত অচল হয়ে আছে। ফলে কোম্পানির মোট উৎপাদন সক্ষমতা ৯৩০ মেগাওয়াট থেকে কমে ২৩৪ মেগাওয়াটে নেমে এসেছে।
এই পরিস্থিতিতে সামিট পাওয়ারের মুনাফা পড়েছে বড় ধাক্কায়। ২০২৪-২৫ অর্থবছরে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে মাত্র ৪০ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৩৩৪ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে প্রায় ২৯৪ কোটি ১৫ লাখ টাকা বা ৮৮ শতাংশ।
তবে এত বড় পতনের পরও বিনিয়োগকারীদের প্রতি ইতিবাচক সংকেত দিতে কোম্পানিটি ডিভিডেন্ড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য অর্থবছরের জন্য তারা সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছর ছিল ১০ শতাংশ ক্যাশ।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত ডিভিডেন্ড এবং অন্যান্য বার্ষিক এজেন্ডায় অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন