বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান সিরাজ ধারা সংযোজন এবং আসামি শ্রীশান্ত রায়কে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করলেও তা শুনানি হয়নি।
আদালত এরপর ২৯৫-এর ক ধারা যুক্ত করে জামিন নামঞ্জুর করে শ্রীশান্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মুসলিমদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা মনে করেন, সঠিক আইন থাকলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সাহস কেউ পেত না।
দেশের প্রচলিত আইন সঠিকভাবে কার্যকর না হওয়ায় ইসলাম ধর্ম, বিশেষত আল্লাহ ও তাঁর রাসূলকে নিয়ে নানা কটুক্তিমূলক পোস্ট ও বক্তব্য প্রকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি কখনোই গ্রহণযোগ্য নয় এবং এর পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
ডুয়া/নয়ন