ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সাড়ে ৯৬ লাখ শেয়ার উপহার দিলেন তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা

মোবারক হোসেন
মোবারক হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৩ ১৬:১৫:৫৩

সাড়ে ৯৬ লাখ শেয়ার উপহার দিলেন তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি -এর একজন স্পন্সর ডিরেক্টর তার স্ত্রীকে বিপুল পরিমাণ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির স্পন্সর ডিরেক্টর জনাব মোহাম্মদ আব্দুল মঈন তার কাছে থাকা ৯৬ লাখ ৫০ হাজার শেয়ার তার সহধর্মিণী মিসেস ইফফাত হক-কে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। মিসেস ইফফাত হক বর্তমানে কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

ডিএসই কর্তৃক ২১ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, জনাব মোহাম্মদ আব্দুল মঈন এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ার তাঁর স্ত্রীর নামে হস্তান্তর সম্পন্ন করেছেন।

এই ধরনের শেয়ার হস্তান্তর কোম্পানির মৌলিক ভিত্তি বা ভবিষ্যৎ কার্যক্রমে সরাসরি কোনো পরিবর্তন আনে না। তবে, বিনিয়োগকারীদের জন্য এটি কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। এই হস্তান্তরের ফলে কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্নে পরিবর্তন আসবে।

স্পন্সর ডিরেক্টর হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল মঈনের ব্যক্তিগত হোল্ডিং কমলেও, মিসেস ইফফাত হকের নামে শেয়ার যুক্ত হওয়ায় পারিবারিক হোল্ডিংয়ের সম্মিলিত অংশ হয়তো অনেকটাই অপরিবর্তিত থাকবে। বিনিয়োগকারীদের উচিত কোম্পানির হালনাগাদ শেয়ারহোল্ডিং প্যাটার্ন পর্যবেক্ষণ করা।

যদিও মিসেস ইফফাত হক বর্তমানে সাধারণ শেয়ারহোল্ডার, তবে এই হস্তান্তরের ফলে পরোক্ষভাবে পরিচালনা পর্ষদে পারিবারিক প্রভাবের বিষয়টি আলোচনায় আসতে পারে। এই ধরনের লেনদেন সাধারণত স্টক এক্সচেঞ্জের নিয়মানুযায়ী প্রকাশ করা হয়, যা বাজারে স্বচ্ছতা নিশ্চিত করে এবং সুশাসনের একটি অংশ। বিনিয়োগকারীদের এখন কোম্পানির ভবিষ্যৎ ঘোষণা এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্তগুলির উপর নজর রাখতে হবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত