ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ খসড়া বিধিমালা নিয়ে বিএসইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৫ নভেম্বর ২৫ ২০:২৫:১২

শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ খসড়া বিধিমালা নিয়ে বিএসইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের প্রস্তাবিত Public Offer of Equity Securities খসড়া রুলস, ২০২৫ এর বিষয়ে শেয়ার বাজার অংশীজনদের সঙ্গে একটি বিস্তারিত আলোচনা সভা করেছে। এই খসড়া বিধিমালার বিভিন্ন দিক, কার্যকারিতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অংশীজনরা তাদের মূল্যবান মতামত ও সুপারিশ পেশ করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি’র মাল্টিপারপাস হলে দুপুর ১টা ৩০ মিনিটে এই বৈঠক শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বৈঠকে বিএসইসি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি শেয়ার বাজারের মূল অংশীজনরা উপস্থিত ছিলেন।

এছাড়া এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ ও কমিশনার মোঃ সাইফুদ্দিন। শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।

এক্সচেঞ্জগুলোর প্রতিনিধিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন। ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমনও সভায় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত অংশীজনদের মধ্যে ছিলেন ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, বিএপিএলসি’র পরিচালক ও নির্বাহী সদস্য মো. কায়সার হামিদ, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও শহীদুল ইসলাম, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এইচ এ মামুন ও মোঃ খালেদ হাসান, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাফিজ আল তারিক, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব প্রাইমারি মার্কেট শাহ রাকিব খান, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ইফতেখার আলম এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ।

বিএসইসির নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ ও মোঃ মাহবুবের রহমান চৌধুরীসহ পরিচালকরা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশীজনরা খসড়া বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে মতামত প্রদান করেন এবং এর কার্যকারিতা ও বাস্তবায়নপদ্ধতি নিয়ে সুপারিশ উপস্থাপন করেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত