ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সার্কিট ব্রেকারে হল্টেড ১৩ কোম্পানির শেয়ার

হাসান মাহমুদ ফারাবী
হাসান মাহমুদ ফারাবী

রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৩ ১৫:২৬:২৫

সার্কিট ব্রেকারে হল্টেড ১৩ কোম্পানির শেয়ার

হাসান মাহমুদ ফারাবী: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেয়ারবাজারে ছিল তেজি মনোভাব, যেখানে প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্টের বেশি বেড়ে দিনের লেনদেন শেষ করেছে। এদিন মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে মাত্র ৮০টি প্রতিষ্ঠানের। বাজারের এই শক্তিশালী প্রবণতার প্রতিফলন দেখা গেছে ১৩টি কোম্পানির ক্ষেত্রে, যাদের শেয়ার বিক্রেতা সংকটে (অর্থাৎ আপার সার্কিট হিট করে) হল্টেড হয়ে যায়।

সূচকের পাশাপাশি বিনিয়োগকারীদের তুমুল চাহিদার কারণে এই ১৩টি কোম্পানি দিনের সর্বোচ্চ মূল্যসীমায় পৌঁছে যায়। বিক্রেতারা তাদের শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় ক্রেতারা সর্বোচ্চ দামে দর হাঁকলেও শেয়ার কেনার সুযোগ পায়নি। এই প্রবণতা বাজারের সামগ্রিক ইতিবাচক আবহ এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

এই ঊর্ধ্বমুখী প্রবণতায় সবচেয়ে বেশি নজর কেড়েছে টেক্সটাইল খাতের কোম্পানি কেঅ্যান্ডকিউ এবং রহিম টেক্সটাইলের শেয়ার। কেঅ্যান্ডকিউ-এর শেয়ারের দাম এক দিনেই ৩৩ টাকা ৩০ পয়সা বেড়ে ৪১৪ টাকা ৩০ পয়সায় ক্লোজ হয়।

একইভাবে, রহিম টেক্সটাইল-এর শেয়ার ১৪ টাকা ৫০ পয়সা বেড়ে ১৬০ টাকায় হল্টেড হয়ে যায়। এছাড়াও, দেশ গার্মেন্টস-এর শেয়ার ১০ টাকা ১০ পয়সা বেড়ে ১১১ টাকা ৪০ পয়সায় এবং হাক্কানী পাল্প-এর শেয়ার ৫ টাকা ৮০ পয়সা বেড়ে ৬৩ টাকা ৯০ পয়সায় হল্টেড হয়।

অন্যদিকে, কম দামের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও আজ ছিল তুঙ্গে থাকা চাহিদা। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এবং সোশ্যাল ইসলামি ব্যাংক-এর মতো ব্যাংকগুলোর শেয়ার মাত্র ২০ পয়সা থেকে ৩০ পয়সা বাড়লেও, লেনদেনের পরিমাণ ছিল উল্লেখযোগ্য।

পাশাপাশি 'জেড' ক্যাটাগরির ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, এবং রিং শাইন- এর মতো কোম্পানিগুলোর শেয়ারও সর্বোচ্চ মূল্য সীমায় হল্টেড হয়ে যায়।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত