ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

প্রত্যাশার আলোর ঝলকানিতে শেয়ারবাজারে সপ্তাহ পার

২০২৫ অক্টোবর ২৩ ১৫:০৫:২৩

প্রত্যাশার আলোর ঝলকানিতে শেয়ারবাজারে সপ্তাহ পার

নিজস্ব প্রতিবেদক : প্রত্যাশার আলোর ঝলকানিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। যদিও আগের দিনও সূচকের অস্থির উঠানামার মধ্যে নামে মাত্র সুচক বেড়েছিল। তবে আজ লেনদেনের শুরু থেকেই সূচক ছিল উর্ধ্বমুখী এবং সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত আরো উচ্চতায় উঠে গেছে সূচকের তীর। ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, মুলত: ডিভিডেন্ডকে ঘিরেই বাজারের এমন উত্থান ঘটেছে। আগের দিন কয়েকটি কোম্পানি উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজও একাধিক কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী সপ্তাহেও শতাধিক কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বোর্ড সভাগুলো থেকে কোম্পানিগুলো উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করার প্রত্যাশায় রয়েছে বিনিয়োগকারীরা। যে কারণে তারা শেয়ার বিক্রি না করে ক্রয় করছে, যার প্রভাব পড়েছে সার্বিক বাজার চিত্রে।

আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৯.৮৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮.৫৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৮.১০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৫ কোটি ৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১৩ কোটি ৫৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫৪টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৩.০১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৩.২৩ পয়েন্ট কমেছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত