ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

দেশের প্রথম শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক খুলতে যাচ্ছে আকিজ রিসোর্স

২০২৫ অক্টোবর ২৩ ২০:১১:৪১

দেশের প্রথম শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক খুলতে যাচ্ছে আকিজ রিসোর্স

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক খুলতে যাচ্ছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু ইসলামি ব্যাংকিং ফিরিয়ে আনা নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে সহজে ঋণ পৌঁছে দেওয়াও। অনুমোদন পেলে ব্যাংকটির নাম হবে ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’, যেখানে অংশীদার হিসেবে যুক্ত থাকবেন ডিজিটাল ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর গুলশানের লিংক রোডে আকিজ হাউসে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ফিরোজ কবির, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আকিজ আই-বিওএসের সিইও এস কে মো. জায়েদ বিন রশিদ।

উদ্যোক্তারা জানান, মুনাফা ডিজিটাল ব্যাংকে টাকা স্থানান্তর সম্পূর্ণ ফ্রি হবে। ব্যাংকটি মূলত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি আবাসন ঋণ খাতেও কার্যক্রম চালাবে। শিগগিরই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদনের জন্য আবেদন করবে।

সভায় আকিজ রিসোর্সের বিকাশযাত্রাও তুলে ধরা হয়। জানানো হয়, আকিজ গ্রুপ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত চারটি প্রতিষ্ঠান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আকিজ রিসোর্স, যার সময়কালীন কর্মীসংখ্যা ছিল ৩ হাজার এবং মূল্য ছিল ২ হাজার ২০০ কোটি টাকা। বর্তমানে প্রতিষ্ঠানটির আওতায় আছে ৪০টি কোম্পানি, যেখানে কাজ করছে প্রায় ১০ হাজার কর্মী, এবং সামগ্রিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকায়।

আলোচনা সভায় আরও বলা হয়, আকিজ রিসোর্স লজিস্টিক, প্রযুক্তি, ভোগ্যপণ্য, ট্রেডিং, কৃষি, সেবা, প্রকৌশল, অটোমোবাইল, গণমাধ্যম, স্বাস্থ্য ও নির্মাণসহ বহুমুখী খাতে ব্যবসা করছে। সব কার্যক্রম প্রযুক্তিনির্ভর ও কাগজবিহীন ব্যবস্থায় পরিচালিত হয়। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি ডিজিটাল ব্যাংক পরিচালনা করতে চায়।

শেখ জসিম উদ্দিন বলেন, “ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেলে বাংলাদেশের আর্থিক খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হবে। গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকরা সহজে ঋণ পাবেন, যা এখনও অনেকের জন্য দূরে।”

তিনি আরও যোগ করেন, “আকিজ গ্রুপের ৮৫ বছরের অভিজ্ঞতা ও সুনামের উত্তরাধিকার আমরা বহন করছি। আমাদের উদ্দেশ্য মুনাফা নয়, বরং ইসলামি ধারার মান বজায় রেখে স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা।”

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত