ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৫ অক্টোবর ২৩ ১৮:৫৪:৩৭

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ইউজিসি সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা।

তিন ধাপে গুচ্ছ ভর্তি পরীক্ষা

নির্ধারিত সময়সূচি অনুযায়ী—

২৭ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা (বাণিজ্য বিভাগ),

৩ এপ্রিল (শুক্রবার) ‘বি’ ইউনিটের পরীক্ষা (মানবিক বিভাগ), এবং

১০ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা (বিজ্ঞান বিভাগ)।

এই তিন দিনে অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ২২টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে।

আবেদন শুরুর তারিখ এখনো নির্ধারিত নয়

সভায় জানানো হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ও আবেদন শুরুর তারিখ পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে। এ সময় পরীক্ষার ফি, কেন্দ্র বণ্টন, ও প্রশ্নপত্র প্রণয়নের কাঠামো নিয়েও প্রাথমিক আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। তিনি স্বাগত বক্তব্যে বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা এখন সারাদেশের শিক্ষার্থীদের জন্য একক প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা চাই, আগামী বছরও এ প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুষ্ঠু ও প্রযুক্তিনির্ভর হোক।

এ সময় ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামসহ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুচ্ছ পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ

২০২০ সালে প্রথমবারের মতো ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা’ চালু করা হয়, যাতে শিক্ষার্থীদের আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে না হয়। বর্তমানে দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থার অন্তর্ভুক্ত।

নতুন শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন আরও ডিজিটাল ও কেন্দ্রভিত্তিক করতে বেশ কিছু নতুন প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা করছে ইউজিসি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ