ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ইউজিসি সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা।
তিন ধাপে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
২৭ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা (বাণিজ্য বিভাগ),
৩ এপ্রিল (শুক্রবার) ‘বি’ ইউনিটের পরীক্ষা (মানবিক বিভাগ), এবং
১০ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা (বিজ্ঞান বিভাগ)।
এই তিন দিনে অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ২২টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে।
আবেদন শুরুর তারিখ এখনো নির্ধারিত নয়
সভায় জানানো হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ও আবেদন শুরুর তারিখ পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে। এ সময় পরীক্ষার ফি, কেন্দ্র বণ্টন, ও প্রশ্নপত্র প্রণয়নের কাঠামো নিয়েও প্রাথমিক আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। তিনি স্বাগত বক্তব্যে বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা এখন সারাদেশের শিক্ষার্থীদের জন্য একক প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা চাই, আগামী বছরও এ প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুষ্ঠু ও প্রযুক্তিনির্ভর হোক।
এ সময় ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামসহ অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গুচ্ছ পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ
২০২০ সালে প্রথমবারের মতো ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা’ চালু করা হয়, যাতে শিক্ষার্থীদের আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে না হয়। বর্তমানে দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থার অন্তর্ভুক্ত।
নতুন শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন আরও ডিজিটাল ও কেন্দ্রভিত্তিক করতে বেশ কিছু নতুন প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা করছে ইউজিসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন