ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

তেলের দাম নিয়ে বড় দুঃসংবাদ: একলাফে বেড়েছে দাম

২০২৫ অক্টোবর ২৩ ১৯:০৪:৩০

তেলের দাম নিয়ে বড় দুঃসংবাদ: একলাফে বেড়েছে দাম

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট ও বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান লুকঅয়েল এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

ওয়াশিংটনের দাবি, মস্কো ইউক্রেন যুদ্ধের অবসানে বিলম্ব করছে এবং আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া উপেক্ষা করছে এই অভিযোগেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফলে বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

বর্তমান তেলের দাম (আজকের হিসাবে)

জিএমটি সময় সকাল ৩টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিটে):

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি বেড়েছে ১.৫৬ ডলার (২.৪৯%), নতুন দাম দাঁড়িয়েছে ৬৪.১৫ ডলার।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম বেড়েছে ১.৫৩ ডলার (২.৬২%), ব্যারেলপ্রতি ৬০.০৩ ডলার।

ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরও, কংগ্রেসের চাপ থাকা সত্ত্বেও দীর্ঘ সময় রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত ছিলেন।তিনি আশাবাদী ছিলেন যে আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাজি হবে।

তবে যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়ায় অবশেষে ট্রাম্প ঘোষণা দেন, মনে হচ্ছে এখনই সময় এসেছে এই পদক্ষেপ নেওয়ার।

তিনি মস্কোকে অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানান এবং বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ

এর আগে গত সপ্তাহেই যুক্তরাজ্য রোসনেফট ও লুকঅয়েল এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানিতে নিষেধাজ্ঞাও রয়েছে।

সারসংক্ষেপ

বিশ্লেষকদের মতে, রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা শুধু বাজারের সরবরাহে নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায়ও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে আগামী সপ্তাহগুলোতেও তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত