ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন সময় বাড়ল

২০২৫ অক্টোবর ২২ ১৯:০৯:১৫

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা আগামী রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের দাবিতে সময় বাড়ানো

বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়েছে। তিনি বলেন, অনেক শিক্ষার্থী এখনো আবেদন করতে পারেনি, তাই তাদের সুবিধার্থে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে শিক্ষার্থীরা ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরাhttps://scholarship.jnu.ac.bd লিংকে প্রবেশ করে ‘Apply for JNU Scholarship’ অপশনে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি দিয়ে লগইন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদন করার সময় কিছু নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

১. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি

২. বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি

৩. শিক্ষার্থীর বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি

৪. পরিবারের মাসিক আয়-সংক্রান্ত সনদ (ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা চাকরিদাতা কর্তৃক স্বাক্ষরিত)

৫. ভাড়া বাসা বা মেসে বসবাস করলে সর্বশেষ মাসের ভাড়ার রসিদ।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়সীমা বৃদ্ধির ফলে যেসব শিক্ষার্থী আগে আবেদন করতে পারেননি, তারা এখন সুযোগটি নিতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ