ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বোরকা নিয়ে কটূক্তির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিয়াদ হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে বোরকা নিয়ে কটুক্তি ও পর্দাশীল নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। তার এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসলামি ছাত্রীসংস্থা।
বুধবার (২২ অক্টোবর) ছাত্রীসংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জ্ঞাপন করা হয়।
সেখানে বলা হয়, ঢাবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বোরকা ও পর্দাশীল নারীদের অবমাননা করে ঘৃণ্য মন্তব্য করেছে-"বোরকা বস্তার মতো" বলে তুলনা করেছে এবং পর্দাশীল নারীদের 'মুখ দেখানোর হেডম নাই' বলে কটূক্তি করেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত।
এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি বিদ্বেষমূলক, ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন করা এবং নারী ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনে আইনানুগ যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিয়াদ প্রথমে মন্তব্যের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে, মন্তব্যের স্ক্রিনশট থাকার বিষয়টি জানানো হলে তিনি বলেন তার মন্তব্যের অন্য উদ্দেশ্য ছিলো। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড