ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ঢাবির ফারসি কন্যাদের ব্যাডমিন্টনে বিজয়ী ‘পারভীন এতেসামি’

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ এ বিজয়ী হয়েছে ‘পারভীন এতেসামি’ দল। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শাহানা আক্তার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে ট্রফি বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি প্রদান করা হয়।
টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য বেস্ট অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয় বিজয়ী দল ‘পারভীন এতেসামি’ দলের খেলোয়াড় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহানা আক্তারকে।
ফাইনাল ম্যাচে বেস্ট অব দ্য ম্যাচ পুরস্কার পান ‘সিমিন দানেশভার’ দলের খেলোয়াড় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী কর্মকার।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, “পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষাব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ। সব শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো চর্চার কোন বিকল্প নেই। ছাত্রীদের নিয়ে এমন আয়োজনের মধ্য দিয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তাদের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও অন্যদের জন্য অনুপ্রেরণাস্বরূপ।”
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ বলেন, “বিভাগের ছাত্রীদের ক্রীড়া চর্চা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।”
এর আগে সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ১২ টি দল। দলগুলো বিখ্যাত ইরানি ও বাংলাদেশি নারী লেখক, কবি, শিক্ষক, গবেষক এবং চিত্র পরিচালকদের নামে নামকরণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা