ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
চীনা ঋণের সুদহার ১ শতাংশ করার প্রস্তাব পররাষ্ট্র উপদেষ্টার
ডুয়া নিউজ: চীনা ঋণের সুদের হার ২-৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পাশাপাশি, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তিনটি বৈশ্বিক উদ্যোগ—জিডিআই, জিএসআই এবং জিসিআই-তে যোগদানের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছেন চীন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তৌহিদ হোসেন চীনকে প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) এবং সরকারি কনসেশনাল ঋণ (জিসিএল) উভয় ক্ষেত্রেই সুদের হার ২-৩ শতাংশ থেকে ১ শতাংশ করার প্রস্তাব দেন। এছাড়া, ঋণ পরিশোধের সময়সীমা ২০ থেকে ৩০ বছর করার অনুরোধ জানান।
বৈঠকে ঋণ পরিশোধে বাংলাদেশের সদিচ্ছার প্রশংসা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মতি জানান। তিনি সুদের হার কমানোর অনুরোধটি খতিয়ে দেখারও আশ্বাস দেন, এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পণ্যের জন্য চীনা বাজারে মুক্ত প্রবেশাধিকারের প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশের অনুরোধে, চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান যে, কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য ৩ থেকে ৪টি হাসপাতালকে বিশেষায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার বাংলাদেশের প্রস্তাবকেও তিনি স্বাগত জানান।
এছাড়া, শিক্ষা, রেলপথ, কৃষি, পানিসম্পদ ব্যবস্থাপনা, পশুসম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা এবং টেকসই নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার জন্য বাংলাদেশের অনুরোধগুলো বিবেচনা করার বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজনের পরিকল্পনা করেন। তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অধীনে সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন এবং চীনের প্রস্তাবিত প্রকল্পগুলো নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করে, উভয় নেতা এই সমস্যার টেকসই সমাধানের জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য সম্মত হন এবং মিয়ানমারের সাথে চীনের অব্যাহত সম্পৃক্ততারও আশ্বাস দেন।
শেষে, চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈশ্বিক উদ্যোগগুলোতে বাংলাদেশকে যোগদানের জন্য তাদের আগ্রহ প্রকাশ করে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ২৪ জানুয়ারি দেশে ফেরার আগে বেইজিং সফর শেষে সাংহাই যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ