ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
চীনা ঋণের সুদহার ১ শতাংশ করার প্রস্তাব পররাষ্ট্র উপদেষ্টার

ডুয়া নিউজ: চীনা ঋণের সুদের হার ২-৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পাশাপাশি, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তিনটি বৈশ্বিক উদ্যোগ—জিডিআই, জিএসআই এবং জিসিআই-তে যোগদানের জন্য বাংলাদেশকে অনুরোধ করেছেন চীন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তৌহিদ হোসেন চীনকে প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) এবং সরকারি কনসেশনাল ঋণ (জিসিএল) উভয় ক্ষেত্রেই সুদের হার ২-৩ শতাংশ থেকে ১ শতাংশ করার প্রস্তাব দেন। এছাড়া, ঋণ পরিশোধের সময়সীমা ২০ থেকে ৩০ বছর করার অনুরোধ জানান।
বৈঠকে ঋণ পরিশোধে বাংলাদেশের সদিচ্ছার প্রশংসা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মতি জানান। তিনি সুদের হার কমানোর অনুরোধটি খতিয়ে দেখারও আশ্বাস দেন, এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পণ্যের জন্য চীনা বাজারে মুক্ত প্রবেশাধিকারের প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশের অনুরোধে, চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান যে, কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য ৩ থেকে ৪টি হাসপাতালকে বিশেষায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার বাংলাদেশের প্রস্তাবকেও তিনি স্বাগত জানান।
এছাড়া, শিক্ষা, রেলপথ, কৃষি, পানিসম্পদ ব্যবস্থাপনা, পশুসম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা এবং টেকসই নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার জন্য বাংলাদেশের অনুরোধগুলো বিবেচনা করার বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজনের পরিকল্পনা করেন। তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অধীনে সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন এবং চীনের প্রস্তাবিত প্রকল্পগুলো নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করে, উভয় নেতা এই সমস্যার টেকসই সমাধানের জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য সম্মত হন এবং মিয়ানমারের সাথে চীনের অব্যাহত সম্পৃক্ততারও আশ্বাস দেন।
শেষে, চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈশ্বিক উদ্যোগগুলোতে বাংলাদেশকে যোগদানের জন্য তাদের আগ্রহ প্রকাশ করে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ২৪ জানুয়ারি দেশে ফেরার আগে বেইজিং সফর শেষে সাংহাই যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত